Work and responsibilities: (RDM Assist)
-
-
১| সকাল ১১ টায় Techers schedule তৈরি করে Teacher’s discussion group দিতে হবে।
২| Teachers Tanning schedule তৈরী করে Teachers Training group এ দিতে হবে।
৩| Teacher’s performance list তৈরি করতে হবে। এর মধ্যে রয়েছে:
৩.১- Teachers তার ক্লাসের status 12টার আগে দিয়েছে কি না তা নিশ্চিত করতে হবে। না দিলে তাকে call করতে হবে। যেহেতু মেনেজমেন্ট call দিয়ে status দিতে বলেছে তাই 5 marks (-) করা হবে।
৩.২- Teachers group এ ক্লাসের 5 minutes আগে ZOOM LINK দিবেন। যদি না দেয় তাহলে call করে link দেয়ার কথা বলতে হবে। যেহেতু মেনেজমেন্ট call দিয়ে বলেছে তাই এর জন্য 5 marks (-) হবে।
৩.৩- Teachers report নামে একটি Google Sheet আছে সেটি প্রতিদিন update করতে হয়। কে কি ক্লাস নিয়েছে, কোন লেভেলে নিয়েছে, কোন টপিক এর ক্লাস নিয়েছে তার update করতে হবে। সেটি চেক করার দায়িত্ব Management এর। যদি তাকে কল করে update করতে বলা হয় তাহলে তার 5 marks (-) হবে। এবং চেক করার পর কোনো প্রকার ভুল পেলে তা Rubaed sir কে Report করতে হবে।
৩.৪- Teachers meeting থাকলে on time অথবা নির্দিষ্ট সময়ে Join হতে হবে। যদি ছুটি ছাড়া Join না করে তাহলে 20 marks (-) করা হবে । যুক্তিসঙ্গত Formal letter লিখে দিতে হবে।
৩.৫- যদি Late করে join করে 5 min এর মধ্যে join না করে, 5min এর পর Join করে তাহলে 5 marks (-) করা হবে।
৩.৬- Camera off অথবা camera angle ঠিক না থাকলে 5 marks (-) করা হবে ।
৪| যতগুলো গ্রুপ আছে সেখানে কোনো Student text করতে পারবে না। যদি Text দিয়ে থাকে তাহলে Formally বলতে হবে। তারপও যদি Text তাহলে Call করে Polite ভাবে বলতে হবে যাতে কোনো Text না করে ।
৫| Teacher রা যেই Absent list ও Video list দিবে তখন সাথে সাথে Call করে জানতে হবে কি problem ছিল।
৬| একই Time এ অনেক গুলো ক্লাস থাকতে পারে তাহলে যারা Absent ছিলো তাদের call দিয়ে Reason জেনে report তৈরী করে Rubaed Sir কে দিতে হবে।
৭| নতুন Batch শুরু হলে New Batch guideline নামে একটি Group আছে সেখান থেকে Time & Schedule জেনে নতুন Batch এর Group এ Status দিতে হবে।
- Routine update
- Teachers report (Check)
- Teachers’ daily performance make
- Students Contact number update check (Google sheet)
- Students due Check
- Due clear (Call)
- Website update (Check)
- Course guidelines update & post
- New group status (Group name & Photo check)
Note: উপরোক্ত কাজগুলো যথা সময় করতে হবে অন্যথায় কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবেন
- Teachers report make daily: প্রতিদিন ক্লাস শেষে টিচার্স রিপোর্ট করতে হবে এবং সেই রিপোর্টে টিচারদের যাবতীয় ক্লাস এর তথ্যাবলি সংক্ষেপে থাকবে যেখানে টিচার্স এক ক্লাসে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তার পারফরম্যান্স কেমন ।
- Students Contact number update: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উপরোক্ত সিরিয়াল অনুসারে এই গ্রুপে সবাই সবার নাম রোল নাম্বার এবং ফোন নাম্বার প্রদান করবে ।
- How to check due: আমরা প্রতি চলতি মাসে মাসিক বেতন নিয়ে থাকি যেমন জানুয়ারি মাসের বেতন জানুয়ারি মাসের প্রথম দিকে নিয়ে থাকি এবং এই বেতন ক্লিয়ার করার নিয়ম হচ্ছে চলতি মাসের শুরু থেকে দশ তারিখ পর্যন্ত ।
কোন শিক্ষার্থীর কত টাকা বকেয়া আছে সেটা দেখার জন্য আমরা গুগল সিটে যাব এবং সেখান থেকে খুঁজে বের করব ফাঁকা ঘরকে যে মাসে ফাকা থাকবে এবং সেই মাসের বেতন শিক্ষার্থী পরিশোধ করবেন এবং এভাবে আমরা স্টুডেন্ট ভিউ লিস্ট চেক করব ।
“Accountant Management and RDM Assist” Conditions of Employment:
- Employment Status: Full time (11 A.M.-11 P.M.)
- Unprofessional behavior is not acceptable during office time (11-11)
- Active your contact number, Messenger, and all the supports during the office time
- When a student faces problem, management and technical department must provide the service.
- Admit card must be submitted within 15 minutes. (Priyanka)
- You should update all the merchant payments during your work time. (Priyanka)
- Make the payment file before 2 P.M. (Priyanka)
- You must monitor all the levels and teachers.
- Website must be updated Every day according to the updated information.
- Make a decent behavior with the customers and your coworkers.
- You will be rewarded for better service.
Note: If you cannot fulfill the criteria above, the authorities can take steps for you.
Note: উপরোক্ত কাজগুলো যথা সময় করতে হবে অন্যথায় কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত নিতে বাধ্য
“Accountant Management” Work and responsibilities:
- Google Sheet & payment file update (11 to 11)
- Website update (twice a week)
- Course guidelines update & post
- New group create (Group name & Photo set)
- Payment Receive via Bikash Marchant
- Due collection
- Exam notice make
- Admit Card provide
- Banner
- Serial of admit card
- Teachers report make Monthly
Note: If you cannot fulfill the criteria above, the authorities can take steps for you.
Note: উপরোক্ত কাজগুলো যথা সময় করতে হবে অন্যথায় কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত নিতে বাধ্য ।
Teachers report make Monthly:
প্রতি মাসের শেষে 30/ 31 তারিখে টিচার্স রিপোর্ট করতে হবে এবং সেই রিপোর্টে টিচারদের যাবতীয় ক্লাস এর তথ্যাবলি সংক্ষেপে থাকবে যেখানে টিচার্স এক মাসে কতটি ক্লাস নিয়েছেন কতটি পরীক্ষা নিয়েছেন এবং তার পারফরম্যান্স কেমন ।
- Students Contact number update: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উপরোক্ত সিরিয়াল অনুসারে এই গ্রুপে সবাই সবার নাম রোল নাম্বার এবং ফোন নাম্বার প্রদান করবে ।
- Admission New name Entry: কোন নতুন শিক্ষার্থী ভর্তি হলে তার নাম নতুন রোল নম্বর সহকারে google ফাইলে এন্ট্রি করতে হবে
- New Batch: নিউ ব্যাচ গ্রুপ ফলো করে নতুন ব্যাচ খোলা এবং নতুন ব্যাচের গ্রুপে আপডেট প্রদান করা (Status/ time/day)
- Google Sheet update (Students): স্কুল স্টুডেন্ট ভর্তি অথবা ভর্তি বাতিল এবং এক ব্যাচ থেকে অন্য ব্যাচে স্টুডেন্ট প্রমোটের যাবতীয় তথ্য সঠিকভাবে আপডেট করতে হবে
- How to check due: আমরা প্রতি চলতি মাসে মাসিক বেতন নিয়ে থাকি যেমন জানুয়ারি মাসের বেতন জানুয়ারি মাসের প্রথম দিকে নিয়ে থাকি এবং এই বেতন ক্লিয়ার করার নিয়ম হচ্ছে চলতি মাসের শুরু থেকে দশ তারিখ পর্যন্ত ।
কোন শিক্ষার্থীর কত টাকা বকেয়া আছে সেটা দেখার জন্য আমরা গুগল সিটে যাব এবং সেখান থেকে খুঁজে বের করব ফাঁকা ঘরকে যে মাসে ফাকা থাকবে এবং সেই মাসের বেতন শিক্ষার্থী পরিশোধ করবেন এবং এভাবে আমরা স্টুডেন্ট ভিউ লিস্ট চেক করব ।
Monthly fee- 510 taka (Per month)
Exam- 510
Admission-
Pre School-2000 (Including one month fee)
Newborn- 3000 (Including one month fee)
Kids- 3000 (Including one month fee)
- Due clear:
যে সকল শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যেই মাসিক বেতন এবং পরীক্ষার ফি পরিশোধ করবে না তাদের কে কল করে তাদের বকেয়া কনফার্ম করতে হবে।
Anik Rahman L-0G you have remaining one month due. Please confirm your payment soon.
-RDM ENGLISH SCHOO
Your name (Management)
- Monthly fee & Exam status
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সকল শিক্ষার্থী জুলাই মাসের বেতন নিম্নক্ত number এ payment পরিশোধ করার জন্য করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
👉Monthly amount= 510tk (Per month)
বিঃদ্রঃ যাদের পূর্ববর্তী মাসের বেতন বকেয়া আছে তাদের বকেয়া পরিশোধ করার অনুরোধ করা হলো।
আমাদের বিকাশ পেমেন্ট নাম্বার: (RDM ENGLISH SCHOOL)
👉 01898243433 (বিকাশ থেকে “Make Payment”)
বি.দ্র: ফি পরিশোধের সময় অবশ্যই Reference এ বাচ্চার নাম,রোল নাম্বার,লেভেল লিখে দিবেন।
এবং বিকাশ পেমেন্টর স্ক্রিনশট বা শেষ তিন সংখ্যা আমাদের What’s app এ লিখে দিবেন । What’s app এ টেক্সট করে অপেক্ষা করবেন ৩০ মিনিট এর মধ্য পেমেন্ট রিসিভট নিশ্চিত হবে অন্যথায় কল করুন। (Helpline: 01947097495)
পেমেন্ট করার পরে যেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিশ্চিত করবেন:
WhatsApp করুন: 01947097495
যেভাবে শিক্ষার্থীর তথ্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন:
Student name, level, roll, (যে মাসের বেতন), total amount, last digits/ payment screenshot
Example:
Arisha Haque Roll: 28 Level:2A March= Amount
Last digits: 000