✅⭕গ্রুপ রুলসঃ
০১.গ্রুপে কোনো ধরনের টেক্সট, ইমুজি কল দেওয়া যাবে না।
০২. পর পর ৩ টি ক্লাস বিনা অনুমতি তে উপস্থিত না থাকলে আপনার ভর্তি বাতিল করে দেওয়া হবে। পরবর্তী ক্লাস গুলোতে আপনি আর জয়েন হতে পারবেন না।
০৩.ক্লাস শুরুর ০৬ ঘণ্টা আগে ভিডিও আপলোড করতে হবে.
০৪. কোনো কারনে ক্লাসে জয়েন করতে না পারলে ক্লাস টিচার এর থেকে দরখাস্ত দিয়ে ছুটি নিতে হবে।
ধন্যবাদ
📞-01947097495
(Management)
ধন্যবাদ।
How to go on live exam (StreamYard )- Students
1. Google chrome download করুন
2. টিচারের দেওয়া লিংকটিতে ক্লিক করুন
3. ফোনে বা ল্যাপটপে ব্যবহৃত আপনার ইমেইলটি ব্যবহার করুন
4. ইমেইলে ছয় ডিজিটের একটি কোড যাবে সেটি শূন্যস্থানে পূরণ করুন
5. মাইক্রোফোন ক্যামেরা ওপেন করে শিক্ষার্থীর নামটি পূরণ করুন
6. এখন আপনার কাছে একটি ভিডিও ওপেন হবে শিক্ষককে আপনি দেখতে পারবেন এবং শিক্ষক নির্দিষ্ট সময় আপনাকে এড করে নিবেন
Exam link:
https://streamyard.com/cg8wfm2yxm
Helping video teacher: https://drive.google.com/drive/u/3/folders/1iIFwZQQs3IsnK8hwGtmcW-pMUjvUDZZL
Helping video for student:
https://drive.google.com/file/d/1V8OkZhM_4pJwP-0ld3ixbkuxFDOlH5ml/view?usp=sharing
✅⭕ পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক
বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে ,
RDM শিক্ষার্থীবিন্দু সকলের জন্য Mid-term এবং Annual পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। যদি কোন স্টুডেন্ট কোনো পরীক্ষায় অংশগ্রহণ না করে, তবে পরবর্তী ক্লাস ও লেভেল গুলো কন্টিনিউ করতে পারবে না এবং সার্টিফিকেট প্রদান করা হবে না। যদি কোনো স্টুডেন্ট এর পরীক্ষা নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে ।
📞-01947097495
(Management)
ধন্যবাদ।
আমাদের কোর্সের একটি বিশেষ বৈশিষ্ট্য:
আমাদের কোর্সের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা স্টুডেন্টদের কে দিয়ে প্রতি ক্লাসের পর ভিডিও প্রেজেন্টেশন তৈরি করাই কারণ এই ভিডিও প্রেজেন্টেশন তাদের জড়তা কাটাতে সাহায্য করে। এই ভিডিও প্রেজেন্টেশন আমাদের নিজস্ব ফেসবুক গ্রুপে দেওয়া হয় এবং ক্লাস টিচার সহ আমাদের সকল টিচার এই ভিডিও দেখে শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে জানতে পারে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির এই ব্যবহার ছাত্র-ছাত্রীদেরকে আরো সাবলীলভাবে ইংলিশে সবার সামনে উপস্থাপন করতে কনফিডেন্ট করছে।
“RDM Video submission note”
আরডিএম ইংলিশ স্কুলে ভিডিও সাবমিশন একটি মৌলিক বিষয়। প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই প্রত্যেক ক্লাসের ভিডিও সাবমিট করতে হবে এবং শিক্ষকের দায়িত্ব সেই ভিডিওগুলো চেক করে শিক্ষার্থীদের ভুলগুলো সংশোধন করে দেওয়া।
শিক্ষার্থীরা যেভাবে ভিডিও সাবমিট করবেঃ format
Name: Tahmina Akter
Batch Name: #senior17 #14
Roll Number: 11
Topic: Comparison
Class: 14
#rdmenglishschool
#Classvideo
শিক্ষার্থীরা যে পদ্ধতিতে RDM এর ভিডিও গ্রুপের সাবমিট করবে: Watch
https://drive.google.com/file/d/1e9NuUypQ57gBSCXpLh1Muy-fJndP5ORW/view?usp=sharing
ক্লাস এবং গ্রুপ রুলসঃ
গ্রুপে সবাইকে নিক নেইম সেট করতে হবে।
প্রতি ক্লাসের হোম ওয়ার্ক অবশ্যই ক্লাসের ৬ ঘন্টা আগে ফেসবুক গ্রুপে আপলোড করতে হবে। কোনো কারণে হোম ওয়ার্ক করতে না পারলে ক্লাস টিচার এর কাছ থেকে ছুটি নিতে হবে।
প্রতি ক্লাসে সময় মতো জয়েন করতে হবে। কোনো কারণে ক্লাসে জয়েন করতে না পারলে ক্লাস টিচার এর কাছ থেকে ছুটি নিতে হবে।
যে কোনো প্রয়োজনে ছুটি নিবে ক্লাস টিচার এর কাছ থেকে।
Homework এর সমস্যার জন্য টিচার এর সাথে যোগাযোগ করবেন। (SMS or CALL [Teacher’s selective time])
ক্লাস এ জয়েন হওয়ার পর ছাত্র/ছাত্রীর নাম ঠিকমত দিতে হবে।
গ্রুপে কোনো ধরনের টেক্সট, ইমুজি বা কল দেওয়া যাবে না..গ্রুপে টেক্সট করলে প্রয়োজনীয় নোটিশগুলো অনেকেই দেখতে পান না….তাই সকলকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি… যেকোনো প্রয়োজনে @RDM Assist এই আইডিতে নক করবেন অথবা কল করবেন
-01947097495(Management) সকাল ১১- রাত ১১ টার মধ্যে। গ্রুপের রুলস ব্রেক করলে তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে।
Monthly fee দেয়ার নিয়ম
আমাদের বিকাশ Merchant নাম্বার:(RDM ENGLISH SCHOOL)
👉 01898243433 (বিকাশ থেকে “Make Payment”)
বি.দ্র: ফি পরিশোধের সময় অবশ্যই Reference এ বাচ্চার নাম,রোল নাম্বার,লেভেল লিখে দিবেন।
এবং বিকাশ পেমেন্টর স্ক্রিনশট বা শেষ তিন সংখ্যা আমাদের What’s app এ লিখে দিবেন । What’s app এ টেক্সট করে অপেক্ষা করবেন ৩০ মিনিট এর মধ্য পেমেন্ট রিসিভট নিশ্চিত হবে অন্যথায় কল করুন। (Helpline: 01947097495)
পেমেন্ট করার পরে যেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিশ্চিত করবেন:
WhatsApp করুন: ✅01947097495
যেভাবে শিক্ষার্থীর তথ্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন:
Student name, level, roll, (যে মাসের বেতন), total amount, last digits/ payment screenshot
Example:
Arisha Haque Roll: 28 Level:2A March= Amount
Last digits: 000
১। Monthly fee অবশ্যই ১-১০ তারিখ এর মধ্যে দিতে হবে।
২। আমাদের Monthly fee 510 tk
Exam fee 510 tk
৩। ১০ তারিখের পর দিলে জরিমানা দিতে হবে।