Teacher guidelines (RDM) Class guidelines:
1. Build your idea before joining the class
2. Make the class interactive with yes/ no question
3. Watch out for the weak students (If he is too weak, change the level)
4. Make a comment on your group videos
5. Make your class reliable where students will like you
6. Make zoom breakout room for 15 minutes minimum in every class
7. Class study should be prepared in class
8. Give compliment the students to encourage
9. Change the content if it needs
10. Help the new class teacher with the content after changing new level.
Notice: আপনাদের ক্লাস এর সময় ন্যূনতম 1.20 min. এর কম ক্লাস নেয়ার হলে অবশ্যই Authority permission লাগবে। অন্যথায় আপনাদের performance থেকে number cut করা হবে।
এবং পরীক্ষার 3 দিন পর রেজাল্ট পাবলিশ করতে হবে। এই Time এবং Date পরীক্ষার দিন বলে দিতে হবে। এবং Exam live ছাড়া Zoom এ নেওয়া যাবে না।। কোন প্রব্লেম ফেইস করলে ম্যানেজমেন্ট অথবা স্যার থেকে পারমিশন নিতে হবে এবং প্রয়োজন হলে পরীক্ষা স্থগিত করা হবে।
RDM Rules (Teachers)
- Teachers must learn about streamYard before the exam and instruct guardians on this. (-10)
-
Teachers are not allowed to switch class bars (day) and time. (-30)
Note: If necessary, in special case, definitely contact the authority.
3. The class reminder status needs to be given before 12pm. (-10)
4. The duration of each of our classes is one hour and 20 minutes. No teacher can take a class under one hour and 20 minutes (-20)
Note: একটা ক্লাস শুরু হওয়ার প্রথম10 মিনিট শিক্ষার্থীদের কাছ থেকে আগের ক্লাসের ফিডব্যাক এবং পড়াশোনা এবং ভিডিওর ব্যাপারে আলোচনা করতে হবে। পরবর্তী তিরিশ মিনিট শিক্ষার্থীদের সাথে নতুন লেসন আলোচনা করতে হবে এবং তাদেরকে ক্লাসে অনুশীলন করাতে হবে। দ্বিতীয় জুম লিংক দেওয়ার পরবর্তী ৫ থেকে 10 মিনিট শিক্ষার্থীদের কে ব্রেকার রুমে প্র্যাকটিসের সুযোগ করে দিতে হবে। এবং টিচার সার্বক্ষণিক ওই ব্রেক আউট রুম গুলো মনিটরিং করবেন এবং স্টুডেন্টদের প্রবলেম জানিয়ে দিতে হবে। পরবর্তী ৩০ মিনিট কোন লেসন বাকি থাকলে তা অনুশীলন করাতে হবে এবং স্টুডেন্টদেরকে ভিডিওর ব্যাপারে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে এবং শিক্ষক চাইলে কিছু সময় কুইজ প্র্যাকটিস করতে পারে।
5. Teachers should provide the zoom link 5 minutes prior to class and maintain a formal attire with a suitable background. Your attention to details is very important. (-10).
6. Must know how to start zoom link and be acquainted with breakout rooms (-10)
Note: শিক্ষককে অবশ্যই প্রত্যেক ক্লাসে অন্ততপক্ষে পাঁচ থেকে দশ মিনিট জুম ব্রেক আউট রুম করে দিতে হবে এবং স্টুডেন্টদেরকে চর্চার ব্যবস্থা করতে হবে এবং টিচার সার্বক্ষণিকভাবে তাদেরকে মনিটরিং করবেন ।
7. Teachers must ensure that class lesson screenshots are shared within 30 min following the conclusion of the class. (-50)
Note: প্রত্যেক শিক্ষককে ক্লাস শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে ক্লাসের লেসন গুলোর স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিতে হবে এবং একটি ১মিনিটের বয়েজ দিয়ে পুরো লেসনকে সংক্ষেপে সামোরাইড করে নিতে হবে যাতে স্টুডেন্টরা ভিডিও করতে পারে।
8. Any teacher unable to conduct their class and wants a day off, they must take permission from the head of the department by submitting an application at least one day before. (-50)
9. Teachers should provide the homework list before the class link. (-50)
10. Google sheet should be updated after each class. (-20
Note: প্রত্যেক ক্লাস শেষে শিক্ষককে অবশ্যই তার ক্লাসের লেসন, স্টুডেন্ট সংখ্যা এবং অনুপস্থিত সংখ্যা google সিটে আপডেট করতে হবে।
[Help: যেভাবে টিচার রিপোর্ট আপডেট করবেন এই ভিডিওটা দেখে শিখে নিন: https://drive.google.com/drive/u/3/folders/1fS16CXa29W1Ir2KBkGEYwG8BGckyGRLr]
11. New teachers must inform the head of the department about the content they will be teaching before each class. (-20)
12. Head of the department must be notified before announcing exam date (-10)
13. Exam questions should be submitted to the head for review 3 days prior to the exam (-50)
14. Exam result should be published in the presence of the head & parents (-10)
15. Teachers are required to submit students of the week name list to “It management” between Friday and Saturday and students of the week poster must be uploaded within Sunday. If technical management fails to provide the poster by Sunday, notify department head and your marks will not be deducted. (-30)
-
Note: All teachers all expected to follow these rules, if anyone fails to do so marks will be deducted from your performance based on the marks written. And the school can take any step against you.
- ক্লাস শেষ হওয়ার পর স্ক্রিনশট এর পাশাপাশি একটা ভয়েস দিবেন পুরো লেসন এর সামারি করে।
New Teacher Joining Status after appointing a class:
- Hello dear students! A very good evening to you all. I am Hasan Habibun Nobi Shovon, your English instructor for this level (Name). I will help you and guide you with all the information and lessons. Please note that our classes will be on Saturday, Monday and Wednesday at 8:30 pm BD time. I strongly believe we will have a nice journey together. I look forward to seeing you all on (Day, time and date) ক্লাস সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য যোগাযোগ করুন: If you face any problem call me/ WhatsApp: 01******** (Teacher) অন্যান্য যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন: Our management contacts: 019 6364 4308 (Sumiya Miss) 019 4709 7495 (Priyanka Miss) Thank you
Teachers রিপোর্ট আপডেট সবাই নির্দিষ্ট সিস্টেম অনুসরণ করবেন
1. শিক্ষকের নাম (একই বানান প্রতিটা ক্লাস এর জন্য)
2. ক্লাস নং, শিক্ষার্থীরা উপস্থিত, অনুপস্থিত, ভিডিও আপলোড রেকর্ড সঠিকভাবে আপডেট করুন
3. সব শিক্ষক একই সিস্টেম ই লেভেল আপডেট করবেন। উদাহরণ
Pre- 1A
Pre- 3C
Kid’s-1A
Kid’s- 2C
05C
01A (0 = শূন্য দিবেন কিউ + দিবেন না)
Private Batch-2
Private Batch-13
উপরোক্ত আদেশ, বানান এবং বিন্যাস অনুসরণ করুন।
4. ক্লাসের তারিখ সঠিকভাবে করবেন।
5. আপনার একদিন এ যদি 2/3 টা ক্লাস থাকে তাহলে সিরিয়ালে লিখতে হবে।
6. ম্যানেজমেন্ট চেক কোরে কোন ভুল তথ্য বা ফিডব্যাক জানতে চাইলে আপনার উত্তর করতে বাধ্য থাকিবেন।
7. Teachers repot এ আপনারা যারা এতদিন parents meeting হলে class report এর সাথে লিখেছেন তা এখন আর করবেন না। Teacher’s list April এর মধ্যে Meeting & Present Meeting নামে 2টা column নতুন করে দেয়া হয়েছে। এই মাস থেকে meeting update Teacher’s list এ করতে অনুরোধ করা হলো।
এবং Exam & Result Teacher’s list এ লিখতে হবে। class report এ লিখবেন না।
Note: Every teacher must update the teachers report. Once you have any problem, contact here: 01947097495
——————————-Please Scroll down—————————–
Exam guidelines:
Exam criteria: [Pre School (20), Juniors (20), Kids-1 (15 & 30 Classes)]
1. 7 Days for exam Preparation
– Note: Take help from your seniors or authority.
2. Make a demo question for the candidate Take two classes in preparation for the exam (1. Solving & 2. Idea, Demo question)
3. Make questions and submit to Head of the department or Authority ( at least three days of exam)
4. Take the exam (Date 05- 22)
5. Take the exam on live (https://streamyard.com/)
Helping Tutorial- How to join live Streamyard – Google Drive
– Note: Contact for help: 01947097495
6. Monitor your group while the exam preparation going on. Teacher must inform the management for the exam status before the 7 days of exam.
Note: Exam Notice (Management) & 7 দিন আগে Exam payment Status দিতে হবে (Management)
7. এক্সামের আগের দিন রাতে ম্যানেজমেন্ট কে জানাতে হবে এডমিট কার্ডের সিরিয়াল দেওয়ার জন্য। (Help line: 01947097495 )
8. Publish the results after three days of exam with parents & exam feedback.
9. শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পরের দিন class teacher গ্রুপে result publish এর দিন এবং সময় প্রকাশ করে দিবেন।
10. Result publish করার আগে অবশ্যই Dept. Head অথবা Management এর থেকে approve করিয়ে নিতে হবে।
11. পরীক্ষা অবশ্যই মাস এর ২০ তারিখ এর আগে নিতে হবে। বিশেষ কারন ছাড়া এরপর পরীক্ষা নেয়া যাবে না। এবং এর জন্য অবশ্যই Authority এর অনুমতি নিতে হবে।
Note: – পরীক্ষার উল্লেখিত কাজ গুলো টিচারদের কর্তব্য. উল্লেখিত কাজগুলো যদি ম্যানেজমেন্ট অনাকাঙ্ক্ষিত কারণে করতে ব্যর্থ হন তাহলে টিচার্সকে নিজ দায়িত্বে করিয়ে নিতে হবে বা করে নিতে হবে.
RDM ENGLISH SCHOOL Grading System
Number | Grade |
45-50 | A+ |
40-44 | A |
39-35 | A- |
34-31 | B |
25-30 | C |
24-00 | F |
Pre School & Juniors (50) | Kids (50) |
Exam: 30 | Exam: 40 |
Attendance + video: 20 | Attendance + video: 10 |
New Level Criteria
1. Change group name & Photo
2. Congratulations!
You all have been promoted to new Level (OG to 02D). Your class will start from 2nd February at 7 o’clock according to your new (…….) routine.
3. New Routine
4. Serial of roll numbers
5. Update the new group in google sheet (Management)
Note: Change the group name after publishing the results and include management contact number to each post.
উল্লেখিত লাল লেখাগুলো টিচারদের কর্তব্য. উল্লেখিত কাজগুলো যদি ম্যানেজমেন্ট অনাকাঙ্ক্ষিত কারণে করতে ব্যর্থ হন তাহলে টিচার্সকে নিজ দায়িত্বে করিয়ে নিতে হবে বা করে নিতে হবে.
How to give exam Preparation:
Annual Examination Preparation -2022 (1G) Demo
Date: 30 September 2022 8:00 P.M. 50 Marks
Short Questions: (2*5=10)
Ex Speech= (1*10= 10)
Simple Questions= (1*3=3)
Explaining Questions (2*2=4)
Enjoyable Reading (3*1=3)
Topic (10*1=10)
Video, attendance and class activities (10)
Exam Preparation 01 (Class No-01 to 05) (23 September)
Exam Preparation 02 (Class No-06 to 10) (24 September)-
Live- Exam Preparation 01 & 02 (8:00 P.M.)
Exam Preparation 03 (Class No-11 to 14) (25 September)
Live Class No-15= Topic Practising
Exam Preparation 04 (Class No-16 to 20) (26 September)
Live- Exam Preparation 03 & 04 (8:00 P.M.)
Exam Preparation 05 (Class No-21 to 25) (27 September)
Exam Preparation 06 (Class No-26 to 30) (28 September)
Live- Exam Preparation 05 & 06 (8:00 P.M.)
এক্সাম নেওয়ার ১ দিন আগে (3) Rdm English School | Facebook নক করে পেইজ এর এক্সেস নিয়ে নিবেন। এবং এক্সাম নিয়ে কোনো সমস্যা এর সম্মুখীন হলে আমাদেরকে জানাবেন।এবং যারা এক্সাম কীভাবে নিতে হবে বুঝতে পারছেন না তারা অবশ্যই @Nafisa Anika Miss এর হেল্প নিয়ে এক্সাম নেওয়া শুরু করবেন।
ট্রেনিং টিচার হিসেবে ক্লাসে জয়েন করার রুলস :
1 – Join With Laptop
2 – Make Sure you have Good WIFI Connection /Mobile data
3 – Proper Background
4 – Proper Dress 5-Camera on
বিঃদ্র : উপরোক্ত বিষয় এর মধ্যে কোনো একটি বিষয় ত্রুটীপূর্ন হলে ট্রেনিং ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হবে।
কিভাবে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে ?
1) গার্ডিয়ান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করুন ও ক্লাস কন্টিনিউ না করার কারন টা জেনে নিন।
2) কর্তৃপক্ষকে রিপোর্ট করুন।
কর্তৃপক্ষকে রিপোর্ট করবেন যেভাবে ?
1) স্টুডেন্ট এর নাম , রোল ও ব্যাচ উল্লেখ করুন
2) কারণ টা লিখুন।
যেমন :
Admission cancel application –
Name: ADRITA
Roll:10
Level:3H
Reason: Couldn’t join classes in November due to school exam. Now she has to give cadet exam that’s why can’t continue.